history

home history

history

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ২২/০৭/২০০৬ সালে যাত্রা শুরু করে ।নতুন ভবনের অবকাঠামো কার্যক্রম শেষ না হওয়ায় প্রথমে এটি মুন্সিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২ টি টেকনোলজি কম্পিউটার এবং ইলেকট্রনিক্স নিয়ে কার্যক্রম শুরু করে । তখন ২ টি টেকনোলজিতে একটি শিফটে ৯৬ জন ছাত্র-ছাত্রী ছিল।

২০০৮ সালের নভেম্বর মাসে এটি মূল ভবন কমলাঘাটে স্থানান্তরিত হয়।পরবর্তিতে ২০১০ সালে আরো নতুন ২টি সহ মোট ৪টি টেকনোলজি নিয়ে ২টি শিফটে কার্যক্রম চলে ।

এরপর ২০১৬ সালে আরো নতুন ৪টি টেকনোলজি ও একটির দুটি গ্রুপ সহ বর্তমানে ৮ টি টেকনোলজিতে ২ টি করে শিফট চালু আছে।